ব্রোঞ্জ জয়ের পর যা বললেন বাংলাদেশ অধিনায়ক
পদ্মাটাইমস ডেস্ক : ‘মাথা ঠান্ডা রাখো ’, আস্তে খেলো’, ‘জয় বাংলা’ শব্দগুলোই ভেসে আসছিল বারবার। জ্যোতিদের উজ্জ্বীবিত করতে এভাবেই বারবার বলছিলেন গেমসে আসা বাংলাদেশের অনেক কর্মকর্তারা। স্বর্ণার শটে জয় নিশ্চিত হওয়ার পর মাঠ ও মাঠের বাইরে শুরু হয় বাংলাদেশের উল্লাস।
ম্যাচ শেষে ভেন্যুতে দেখা গেল আনন্দের বহিঃপ্রকাশ। ক্রিকেটাররা একে অন্যকে জড়িয়ে ধরছেন। কোচিং-স্টাফরাও খানিকটা নির্ভার অন্তত একটা পদক মিলেছে।
এই ব্যস্ততার মধ্যেই নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন গেমস কাভার করতে আসা সাংবাদিকদের। সেই প্রতিক্রিয়ায় আবেগের সঙ্গে ফুটে উঠেছে পেশাদারিত্বও।
দেশ ছাড়ার আগে স্বর্ণের লক্ষ্যে এসে এশিয়ান গেমসে মিশন শেষ হলো ব্রোঞ্জে। এরপরও তৃপ্ত বাংলাদেশ অধিনায়ক, ‘প্রতিটি দল টুর্নামেন্ট খেলতে আসে সর্বোচ্চ অর্জনের জন্য। আমাদেরও তাই লক্ষ্য ছিল। কিছু না পাওয়ার চেয়ে, কিছু নিয়ে যাওয়া অবশ্যই ভালো।
২০১০ সাল থেকে এশিয়ান গেমসে ক্রিকেটে অর্ন্তভূক্ত। টানা দুই আসরেই নারী ক্রিকেট দল রৌপ্য জিতেছে। নয় বছর পর আবার ক্রিকেট গেমসে ফিরলেও বাংলাদেশ নারী দল রৌপ্য পদক ধরে রাখতে পারেনি।
এ নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়া, ‘রুপার পর স্বর্ণ পদক প্রত্যাশাটাই স্বাভাবিক। আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে অন্তত খালি হতে ফিরে যাচ্ছি না।
রোববার ব্রোঞ্জ পদক লড়াইয়ের এই ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই ছিল বাংলাদেশের। টসে জিতে ফিল্ডিং নেয়াটাই ছিল টার্নিং পয়েন্ট। এটা স্বীকার করলেন অধিনায়ক, ‘আমরা স্পিন নির্ভর। বোলাররা ভালো করেছে।
গতকাল ভারতের বিপক্ষে সেমিফাইনালে ব্যাটিং নিয়ে আফসোসের বিষয়টি অবশ্য আড়াল করে রাখলেন, ‘আফসোস না, যেটা চলে গেছে গেছে এটা ভাবলে আরো মনোবল হারাতে হয়।
ভারতের বিরুদ্ধে অনেকটা অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। এর ২৪ ঘন্টার মধ্যেই আবার ভিন্ন রুপে দেখা গেল। এই প্রত্যাবর্তনের সম্পূর্ণ ক্রেডিট দিলেন দলকে, ‘টোটাল ক্রেডিট দলের। যেভাবে কামব্যাক করেছে সত্যিই অসাধারণ।’
ব্রোঞ্জ লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ অধিনায়ক ২ রানে সাজঘরে ফিরেন। পাকিস্তান স্পিনার সান্ধুর স্পেলে তখন বাংলাদেশ খানিকটা চাপে ছিল।
এরপরও দলের উপর আস্থা ছিল অধিনায়কের,‘ আমি আউট হলেও আত্মবিশ্বাসী ছিলাম আমরা ম্যাচ জিতব। বরাবরই আস্থা রেখেছি দলের উপর এবং ম্যাচ বের করতে পেরেছে তারা।
অধিনায়ক উঠতি ক্রিকেটার স্বর্ণার প্রশংসা করলেন বিশেষভাবে, ‘স্বর্ণা আজ ভালো করেছে। অনুর্ধ্ব ১৯ পর্যায় থেকেই সে ভালো খেলে আসছে। আশা করি সামনেও ধারাবাহিকতা রাখবে।