দৃষ্টিনন্দন ‘বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স’ পরিদর্শন করলেন রাকাব চেয়ারম্যান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩; সময়: ১১:১৫ pm |
দৃষ্টিনন্দন ‘বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স’ পরিদর্শন করলেন রাকাব চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন ‘বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স’ পরিদর্শন করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) নগরীর হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় নির্মিত এই মসজিদ কমপ্লেক্সে এশার নামায আদায় করে পুরো মসজিদ ঘুরে দেখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোক্তা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু।

পরিদর্শন শেষে আধুনিক এই মসজিদ কমপ্লেক্সটির ভূয়সী প্রশংসা করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল। তিনি বলেন, নামায যেকোনো স্থানেই আদায় করা যায়। কিন্তু এই মসজিদ কমপ্লেক্সটি যেভাবে দৃষ্টিনন্দিত করা হয়েছে, এখানে এসে মুসল্লিরা নামায আদায় করে আলাদা একটা আত্মতৃপ্তি পাবে। রাজশাহী নগরীতে এমন মসজিদ কমপ্লেক্স আরও নির্মিত হোক এই প্রত্যাশা করি।

উল্লেখ্য, প্রায় ৫০ শতাংশ জমির ওপর নির্মিত বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্সের ভিতরে ৮০০ পুরুষ একসঙ্গে জামায়াতে সালাত আদায় করতে পারবেন। মসজিদের বাইরে আরও অন্তত ২০০ জনের সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া মসজিদ কমপ্লেক্সে নারীদের জন্য আলাদা জামাতে সালাত আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে প্রায় ৪০০ নারী সালাত আদায় করতে পারবেন।

মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে নারী এবং পুরুষদের পৃথক ওজুখানা। যেখানে যথাক্রমে মসজিদের দুই পাশে ১৫ জন করে ৩০ জন ওজু করতে পারবেন। এ ছাড়া আলাদা স্থানে একসঙ্গে ১০ নারী একসঙ্গে ওজু করার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ ঠান্ডা রাখার জন্য মসজিদের দুই পাশে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। যেখানে ছয়টি পানির ফোয়ারা রাখা হয়েছে।

শুধু তাই নয়, মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে বিশাল মাদ্রাসা ও হেফজখানা। যেখানে প্রায় ৪৫০ ছাত্রের আবাসনের ব্যবস্থা করা হবে। যার কাজ নির্মাণাধীন। আগামী ডিসেম্বরে এই মাদ্রাসা চালু হবে বলে জানিয়েছেন এই মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোক্তা আজিজুল আলম বেন্টু। তিনি বলেন, ইসলামী ভ্রাতৃত্ব এবং এর মূল্যবোধকে প্রচার করা এবং সেইসঙ্গে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের সারমর্ম প্রচার করাই আমাদের মূল লক্ষ্য। কারণ ধর্ম কখনো এগুলোকে সমর্থন করে না।

আজিজুল আলম বলেন, রাজশাহী মহানগরীর মধ্যে একটি দৃষ্টিনন্দন মসজিদ এটি। আশা করি এখান থেকে ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হবে সমাজ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে