পবার আন্ধারকোঠা গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩; সময়: ১১:০০ am |
পবার আন্ধারকোঠা গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : “আমার গ্রাম, আমার দায়িত্ব” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার অত্র ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল-হাসান (মুঞ্জিল) এ ঘোষণা করেন।

বাল্যবিয়ে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্ধারকোঠা ক্যাথলিক ধর্মপল্লী ফাদার পাল-পুরোহিত প্রেমু রোজারিও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অত্র আন্ধারকোঠা গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সামুয়েল হাঁসদা, পবা এপি’র শিশু ফোরামের সভাপতি নিশা বিশ্বাস, অত্র গ্রামের হরিপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা, গ্রামের মহৎ মন্ডলগণ, শিশু এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আন্ধারকোঠা এবং আশে-পাশের গ্রামের প্রায় ৬০০ জন অভিভাবক, শিশু ফোরাম, যুব ফোরাম, গ্রামবাসী এবং শিশুরা।

অনুষ্ঠানে আন্ধারকোঠা গ্রামের সকল অভিভাবকগণ তাদের ছেলে-মেয়েদের বাল্যবিয়ে দিবেন না বলেও অঙ্গীকার বদ্ধ হোন। সার্বিক তত্বাবধানে ছিলেন, জনাব ডেভিড বাসকে, প্রোগ্রাম অফিসার, হরিপুর ইউনিয়ন এবং সঞ্চালনায় ছিলেন যুব প্রতিনিধি নিহাদ হোসেন ও নিশা বিশ্বাস।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে