নগরীতে ৭ দিন মেয়াদি সূচিকর্ম বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩; সময়: ৫:২১ pm |
খবর > রাজশাহী
জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজশাহী নগরীতে সাতদিন মেয়াদি সূচিকর্ম বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় বোয়ালিয়া ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তা বোয়ালিয়া ইউনিটের কর্মকর্তা মোহা. সঈদ আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক এ টি এম গোলাম মাহবুব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা বোয়ালিয়া ইউনিট রাজশাহীর সহকারি থানা কর্মকর্তা সালেক উদ্দিন। প্রশিক্ষক উদ্যোক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। এ অনুষ্ঠানে সনদপত্র বিতরণ ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।