বাগমারায় জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা সদর ভবানীগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে ইলেকট্রনিক ডাটা ট্রকিংসহ জনসংখ্য ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির আওতায় ৫ দিন ব্যাপি ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভবানীগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উক্ত ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাসান আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মহেনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।
এতে উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সেকমো লোকমান আলী, আরএমও আব্দুল্লাহ, মেডিকেল অফিসার কামরুজ্জামান, এএইচআই রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হেলাল, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুবিধা ভোগী মহিলা বৃন্দ।