নৌকার বিজয় ঘটানোই মহিলা লীগের লক্ষ্য হতে হবে : এনামুল

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩; সময়: ৬:৫৭ অপরাহ্ণ |
নৌকার বিজয় ঘটানোই মহিলা লীগের লক্ষ্য হতে হবে : এনামুল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন চলমান রয়েছে। এখন মায়ের পরিচয়ে পরিচিতি পাচ্ছে ছেলে-মেয়েরা। সবখানে এখন মায়ের নাম ব্যবহার করা হচ্ছে। মায়ের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে বলে শান্তিতে বসবাস করছে দেশের মানুষ। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষের পাশাপাশি মহিলা আওয়ামী লীগের ভূমিকা গুরুত্বপূর্ণ। মহিলা লীগকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে।

উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপিতি ও ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নার্গিস বেগম, সাংগঠনিক সম্পাদক রেশমা আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিউটি খাতুন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আঞ্জুয়ারা বেগম, সদস্য পাপিয়া জাহান পপি, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম। মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে