আড়ানীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক, বাঘা : দুই ট্রেন এক লাইনে মুখোমুখি হয়েও সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুই ট্রেনের যাত্রীরা। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে রাজশাহী বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, আড়ানী রেল স্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী সিক্স ডাউন মেইল ট্রেনটি । অপরদিকে ২ নম্বর লাইন দিয়ে যাওয়ার কথা ছিল ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি । কিন্তু এই ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় ধুমকেতু আন্তঃনগর ট্রেনটি।
এ অবস্থায় ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পান আন্তঃনগর ধুমকেতু ট্রেনটির চালক মোস্তাফিজুর রহমান। তিনি মুখোমুখি হওয়ার ২৫ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন। এসময় উভয় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ছটোছুটি শুরু করে ।
ঢাকা থেকে আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আড়ানী স্টেশনে পৌঁছার কথা ১০টা ৫৫ মিনিটে। কিন্তু দেরিতে আসার কারণে ট্রেনটি আড়ানি স্টেশনে এলাকায় পৌঁছে ১২ টা ২৭ মিনেটে ।
অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীর সিক্স ডাউন মেইল ট্রেনটি আড়ানী স্টেশনে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে। আন্তঃনগর ধুমকেতু ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য ট্রেনটি ১ নম্বর রাইনে দাড়িয়ে ছিল।
পরে আসা আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে মুখোমুখি হয় দুটি ট্রেন। পরে আড়ানী স্টেশন থেকে বেলা ১২টা ৫২ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ধুমকেতু ট্রেন । পরে ছাড়ে ঈশ্বরদী গামি সিক্স ডাউন মেইল ট্রেনটি ।
সাকিল হোসেন নামের একজন জানান, যাত্রীদের ছুটাছুটি থেকে সেখানে গিয়ে দেখেন একই লাইনে দুই ট্রেন। আল্লার কৃপায় বড় ধরনের দুর্ঘটনা থেকে সকল যাত্রী বেঁচে গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে সজাগ হওয়ার কথা বলেন তিনি।
স্টেশনের পয়েন্টম্যান কিরোন বলেন, পয়েন্ট তৈরী করতে যাওয়ার সময়ে আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ে।
স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, পয়েন্ট তৈরী করতে যাওয়ার আগে আন্তঃনগর ধুমকেতু ট্রেনটি ঢুকে পড়ে। বিদ্যুৎ না থাকার কারণে সিগনাল দেওয়া সম্ভব হয়নি। পরে উভয় ট্রেন গন্তব্যস্থলের উদ্দেশ্য ছেড়ে গেছে বলে জানান তিনি।