ট্রাকের তেলের ট্যাংকে মিললো ইয়াবা, আটক ৩

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩; সময়: ৩:৫০ অপরাহ্ণ |
ট্রাকের তেলের ট্যাংকে মিললো ইয়াবা, আটক ৩

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরচট্টগ্রাম নগরের সীতাকুণ্ড উপজেলায় তল্লাশি চালিয়ে একটি ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে এক লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার কুমিরা কাজীপাড়া একটি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করে র‌্যাব-৭।

আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার আজিজুর রহমানের ছেলে মহিবুল্লাহ (২৪), চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জামাল হোসেনের ছেলে ইয়াসিন (১৯ ও বাঁশখালী উপজেলার বাচা মিয়ার ছেলে আলম (২১)।

র‍্যাব-৭ জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কারবারিরা ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে এমন তথ্য পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়

বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি ট্রাকের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকিয়ে আনা এক লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ৩ জনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে