শিক্ষক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩; সময়: ৪:১৯ অপরাহ্ণ |
শিক্ষক

সৃষ্টির তিমির থেকে
ঊষার আলো, বন-পাহাড়ের গল্প;
কিংবা গুহাবাস অন্ধকার থেকে
সভ্যতার বসত
অথবা প্রস্তর যুগে আগুনের উপহার-
সবকিছুর পথ প্রদর্শক যিনি;
জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে
আলো দান করেন,
আমরণ জাগ্রত করেন যিনি মনুষ্যত্ব
বিবেক-বিচার-সুপ্ত জ্ঞান প্রতিভার
উদ্দীপ্ত সদা প্রাণবন্ত যিনি
তিনিই শিক্ষক; তিনি মহান কারিগর
মানুষ গড়ার।

শিক্ষার্থীর নিখাত বন্ধু, অকৃত্রিম ভালবাসার আশ্রয়
বন্ধুর পথ পাড়ি দিতে স্বপ্ন পাহাড়
তিমির রাতে তারার আলোর সন্ধান
পাথেয় যাঁর উপদেশ;
ব্যারিস্টার, বিজ্ঞানী
প্রেসিডেন্ট কিংবা মহাপ্রাণ, ধার্মিক
শিক্ষক কিংবা প্রকৌশলী-
ওদের হাতে খড়ি দেন;
স্বপ্নধরার আগাম বার্তায় অকৃত্রিম
শিখাময়দীপ জ্বালা ভালবাসার স্বপ্নচারী যিনি
তিনিই শিক্ষক; তিনি মহান কারিগর
মানুষ গড়ার।

স্বপ্ন দেখান স্বপ্ন ঝরান
মানুষ হবার পথ খুঁজে দেন
মন ভাঙ্গে তার ছাত্র ঝরে গেলে পর
শিক্ষার্থীর সফলতায় গর্ব তাঁর
স্বার্থহীন বিশ্বাস, প্রাপ্তি তাঁর আনন্দ-অন্য কিছু নয়
তিনিই শিক্ষক; তিনি মহান কারিগর
মানুষ গড়ার।

খালি পকেট ক্ষুধার্ত পেট
দারিদ্রের পতন সীমাতেও থাকেন অটল
মুখে হাসি তাঁর-
সু-শিক্ষা ব্রত তাঁর
মিথ্যার বেসাতি করেন না যিনি
তিনিই শিক্ষক; তিনি মহান কারিগর
মানুষ গড়ার।

কালপ্রবাহে বদলে যায়
অনেক কিছুই
কিন্তু বদলায় না সম্পর্ক ছাত্র-শিক্ষকের
অকৃত্রিম ভালবাসা আদর্শে অটল-অবিচল
হাজারো দুঃখ নিয়ে
অম্লান হাসতে পারেন যিনি
তিনিই শিক্ষক; তিনি মহান কারিগর
মানুষ গড়ার।

পিতা কিংবা গর্ভধারিনী মা
তাতেও থাকে দেনা-পাওনার প্রত্যাশা
কিন্তু শতভাগ শিক্ষা উৎসর্গেও
ঋণ লিখা থাকে না যাঁর খাতায়
তিনিই শিক্ষক; তিনি মহান কারিগর
মানুষ গড়ার।

বটবৃক্ষের মতো আমরণ দিয়ে যান
নিখাদ নিঃস্বার্থ ছায়া, নির্ভেদ্য মমতার ছাদ
শিক্ষক তিনি;
মানুষ গড়েও নির্বিকার, নিরহঙ্কার
অথচ মর্যাদার কী দারুণ অহমিকা তাঁর,
কাতর তিনি নিন্দায়, তবু সততায় উন্নত শির
তিনিই শিক্ষক; তিনি মহান কারিগর
মানুষ গড়ার।

সুবিশাল মরু, অসীম আকাশ
অজেয় সমুদ্র মহা-বাধা নয়
ঝড়-ঝঞ্ঝা নয়-নয় ভূমিকম্প
টর্নেডো কিংবা অগ্নুৎপাতে
শিক্ষা হয় না ভষ্ম-হয় না বিধ্বস্ত;
শিক্ষাই আলো, শক্তি শিক্ষা
মূল উৎস তার শিক্ষক
মহান কারিগর তিনি
মানুষ গড়ার।

লেখক- মাহবুব দুলাল, শিক্ষক, সাংবাদিক ও কলামিষ্ট

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে