টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না সাকিব
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩; সময়: ২:১৩ অপরাহ্ণ |
খবর > খেলা / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপে চতুর্থ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের ১৭তম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।
টসে এদিন উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। তার বদলে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের খেলা নিয়ে আগেই সংশয় ছিল। তাকে শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে না ভারতের বিপক্ষে এই ম্যাচে। একাদশে এসেছে এক পরিবর্তন। সাকিবের বদলে এসেছেন নাসুম আহমেদ।