গ্যালারিতে বসে মায়ামির ড্র দেখলেন মেসি
পদ্মাটাইমস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে আর দেরি করেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী। দ্রুতই ধরেন ফ্লোরিডার বিমান। কারণ মেজর লিগ সকারে (এমএলএস) শার্লট এফসির বিপক্ষে ম্যাচ ছিল ইন্টার মায়ামির। তবে মেসিবিহীন ম্যাচে ড্র করেছে মার্কিন ক্লাবটি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিজেদের হোম ভেন্যু ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। আজকের ম্যাচটি স্টেডিয়ামে বসেই উপভোগ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
ফ্লোড়িডায় সকালে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে মায়ামি। ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বেঞ্চে বসে খেলা দেখছেন মেসি। সাদা রঙের গেঞ্জি পরনে ছিল বিশ্বসেরা তারকার। প্রথমার্থের শেষ মিনিটে শার্লটকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার কপোত্তি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান মেসির স্বদেশি নিকোলাস স্টেফেনালি।
বিরতি থেকে ফেরার পর আবারও এগিয়ে যায় শার্লট। এবার অতিথি দলটিকে গোল করে ২-১ ব্যবধানে নেন কলম্বিয়ান উইঙ্গার কেরউইন ভার্গাস। গোল পরিশোধের জন্য মরিয়া আক্রমণ চালায় মায়ামি। ম্যাচের ৮৪ মিনিটে মার্কিন ফুটবলার রবি রবিনসন ২-২ সমতায় ফেরান স্বাগতিকদের।
আগামী ২২ অক্টোবর একই প্রতিপক্ষের মুখোমুখি হবে মায়ামি। এটি এমএলএসের এবারের মৌসুমে তাদের শেষ ম্যাচ। এই ম্যাচটিতে খেলবেন দলের বড় তারকা মেসি।