ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার আড়ানী থেকে নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার আবদুল হালিম (৩৪) নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে আড়ানী পৌর বাজারের জয়বাংলা মোড় থেকে নিখোঁজ হন তিনি । তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাকোপাড়া বাজার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার ও পাঁকা পূর্বপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিখোঁজ ম্যানেজারের ছোট ভাই হাসান আলী বাদী হয়ে বাঘা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন।
জানা যায়, মাকোপাড়া বাজার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার আবদুল হালিম ব্যাংকের কাজ শেষে আড়ানী পৌর বাজারের জয়বাংলা মোড়ে তুহিন হার্ড ওয়ারের সামনে মোটর সাইকেল রাখেন। রাত ৯টার পরও তার মোটরসাইকেল সেখানেই ছিল। এ অবস্থায় পরিবারের লোকজনকে খবর দেন স্থানীয়রা।
তারপর থেকে বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে বাঘা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন নিখোঁজ আবদুল হালিমের ছোট ভাই হাসান আলী ।
এ বিষয়ে মাকোপাড়া বাজার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেজাউল করিম বলেন, আমার ব্যবহৃত মোটরসাইলে নিয়ে আড়ানী বাজারে যায়। তারপর ফিরে আসেনি। তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছেনা।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডাইরী (জিডি) হয়েছে। তার নিখোঁজের বিষয়ে বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য কাজ শুরু করা হয়েছে।