ইসরায়েলকে হাজার হাজার গোলাবারুদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
পদ্মাটাইমস ডেস্ক : গাজায় হামলা শুরুর পর খেকে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। হামলার শুরুতে ইসরায়েলে মার্কিন রণতরী ও সামরিক সহায়তা দিয়ে আসছে দেশটি।
এবার গাজায় স্থল অভিযানের দেশটিকে হাজার হাজার গোলাবারুদ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাক্সিওস নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউক্রেনের জন্য নির্ধারিত হাজার হাজার ১৫৫ মিলিমিটার গোলাবারুদ ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন।
বিষয়টি সম্পর্কে অবহিত ইসরায়েলের এমন তিনজন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ও সেনাবাহিনী গাজায় স্থল অভিযানের জন্য ওয়াশিংটনের কাছে তাদের দ্রুত গোলাবারুদের প্রয়োজন বলে জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল আরও বলেছে যে লেবাননের সীমান্তে উত্তেজনার জন্যও তাদের গোলাবারুদের প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে দেশটিতে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এমনকি ইসরায়েলে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে দেশটি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমি বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্যসাগরে যাত্রা শুরুর নির্দেশ দিয়েছি।
ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ এবং বর্তমান সংঘাত সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ রণতরী পাঠানোয় উদ্বেগ জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ক্রমেই ইসরায়েলের নিকটবর্তী হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী। এটি সেখানে গিয়ে গাজায় ভয়াবহ গণহত্যা চালাবে।