তানোরে এমপির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটর, চনপ্রতিনিধি ও শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বৃহস্পতিবার দিনব্যাপী পৃথক পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন তিনি।
সকালে তানোর উপজেলা পরিষদ চত্বরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোন ও উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি ও গভীর নলকুপ অপারেটরদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবিদা সিফাত।
দুপুরে তানোর মহিলা ডিগ্রী কলেজ চত্বরে তানোর উপজেলা সকল উচ্চ বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল বাসার সুজন।
এসময় পৃথক পৃথক অনুষ্ঠানে তানোর উপজেলার সকল গভীর নলকুপ অপারেটর ও সকল ইউপির চেয়ারম্যান সদস্য/সদস্যা, কাউন্সিল ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক শিক্ষিকা ও আওয়ামী লীগ যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পরে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী মালবান্দা বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।