শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩; সময়: ১২:০৮ pm |
খবর > খেলা
শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপ মিশনে বাংলাদেশ জাতীয় দল এখন ভারতে। একই সময়ে ইমার্জিং বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে আছে। গতকাল মুশফিক-লিটনরা ভারতের বিপক্ষে হারলেও স্বস্তির খবর দিয়েছে ইমার্জিং দল। প্রথম ওয়ানডেতে হারের পর এবার ঘুরে দাঁড়িয়েছে তারা।

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ২১ রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। এই জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল টাইগাররা। ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ইমার্জিং দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে। তারা ৫৫ রানে ৩ উইকেট হারালেও চারে নামা উইকেটরক্ষক অহন বিক্রমাসিংহে ৭৭ রানের ইনিংস খেলেন। পাঁচে নামা সোহান দিনুশা করেন ৬২ রান।

জবাব দিতে নেমে বাংলাদেশের অমিত হাসান শূন্য করে ফিরে যান। আরেক ওপেনার পারভেজ ইমন খেলেন ৩৫ রানের ইনিংস। তিনে নামা প্রান্তিক নওরোজ নাবিল দারুণ খেললেও ফিরেছেন আক্ষেপ নিয়ে।

৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ১১৬ বলে ৯২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। নয়টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

জয় খেলেন ৫৭ রানের ইনিংস। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ২০০ রান তুলে বৃষ্টি আইনে জয় পায়। এর আগে বল হাতে মুশফিক হাসান ৩টি ও আহমেদ শরিফ ২ উইকেট তুলে নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে