আমাদের বিচ্ছেদ হয়েছে : শিল্পার স্বামী

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
খবর > বিনোদন
আমাদের বিচ্ছেদ হয়েছে : শিল্পার স্বামী

পদ্মাটাইমস ডেস্ক : পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতারের পর থেকেই স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। স্বামীর কারণে সামাজিকভাবে সম্মানহানিও হয়েছে এই তারকার।

এর মধ্যেই নিজের এক্স-এ (সাবেক টুইটার) এক রহস্যময় বার্তা দিলেন শিল্পার স্বামী। যেখানে তিনি জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়ে গেছে! রাজ লিখেছেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এ বার্তার পর প্রশ্ন উঠছে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন শিল্পার স্বামী? জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে যাচ্ছেন! যদিও এ বিষয়ে রাজ স্পষ্ট করে কিছু বলেননি। মুখ বন্ধ রেখেছেন শিল্পাও।

আবার অনেকেই মনে করছেন, রাজের আসন্ন সিনেমার প্রচারের কৌশল হিসেবেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন রাজ কুন্দ্রা। সেই সিনেমার প্রথম ঝলকও এরই মধ্যে প্রকাশিত হয়েছে। নভেম্বর মাসে সেই সিনেমা মুক্তি পাওয়ার কথাও রয়েছে।

জানা গেছে, ওই সিনেমার নাম ‘ইউটি-৬৯’। গল্পে রাজ হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।

এর আগে ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন রাজ। সেসময় আর্থার রোড জেলে প্রায় দুই মাস কাটাতে হয়েছিল রাজকে। মনে করা হচ্ছে, তার সেই হাজতবাসের অভিজ্ঞতাই ‘ইউটি-৬৯’-এ তুলে ধরা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে