ফিলিস্তিনীদের উপর নির্যাতনের প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ফিলিস্তিনির উপর ইসরাইলের হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজের পর বাঘা বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
বাঘা উপজেলা ওলামা কেরাম আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাঘা শাহী মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, বাঘা পৌর মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান মিনার, বাঘা বাসস্ট্যান্ড মসজিদের ইমাম আলিফুর রহমান।
বক্তব্যকালে তারা বলেন, ইসরাইল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিশ্ব মুসলিম এক হও, বিশ্ব মুসলিম ঐক্য গড় ,ইসরাইলদের রুখে দাও, ফিলিস্তিনিদের মুক্ত করো, ইসরাইলের বিভিন্ন পণ্য বয়কট কর স্লোগান দেওয়া হয়।
বক্তারা বলেন, ইসরাইলের নির্যাতন প্রতিহত করতে হবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরাইলের বিরুদ্ধে এবং ফিলিন্তিনির পক্ষে এক হতে হবে।
বিক্ষোভ মিছিলটি বাঘা শাহী মসজিদ চত্বর থেকে বের হয়ে বঙ্গবন্ধু চত্বর ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দোয়া করেন মুফতি উমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, পৌর কাউন্সিলর মমিন হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুরুজ্জামান সুরুজ, বিশিষ্ট সমাজ সেবক আবদুর রহমান ইছা, হাজী শহিদুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জেম, ও মুসল্লিরা।