পারিলায় পূজা মন্ডপে শাড়ি-লুঙ্গি ও শিশুদের পোশাক বিতরণ
নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলার পারিলা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্ডপে শাড়ি, লুঙ্গি ও শিশুদের পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে পারিলা ইউনিয়নের খড়খড়ী বাজার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির প্রাঙ্গণে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ এর উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বীদের নারী-পুরুষ ও শিশুরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, প্রতি বছর চেয়ারম্যান দাদা আমাদের পূজার উপহার দেন। এই পোশাক পরে আমরা বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ায় ও পূজা উদযাপন করি।
এসময় উপস্থিত ছিলেন, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী এবং শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দিরের সভাপতি রতীন কুমারসহ মন্দির কমিটির সদস্যবৃন্দ। উল্লেখ্য, পারিলা ইউনিয়নের ২টি এবং পবা উপজেলায় ২১টি মন্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হবে শারদীয় দূর্গাপূজা।