বাঘায় প্রশাসনের পরিচয়ে পল্লী চিকিৎসককে তুলে নিয়ে কু’পিয়ে জখম
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাঘা : প্রশাসনের পরিচয়ে রাজশাহীর বাঘায় পল্লী চিকিৎসক নবিউল ইসলামকে (৪০) তুলে নিয়ে কুপিয়ে জখম করে মাঠের মধ্যে ফেলে রাখার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেশবপুর বাজার এলাকার চেম্বার থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। নবিউল ইসলাম মনিগ্রাম ইউনিয়নের দক্ষিন মহাজনপাড়া গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর বাজারে চেম্বারের বাইরে বসে দুইজন লোকের সাথে গল্প করছিলেন পল্লী চিকিৎসক নবিউল ইসলাম। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালো গ্লাস লাগানো সাদা রঙের হাইচ গাড়ী তার চেম্বারের সামনে থামে।
৩-৪ জন লোক গাড়ী থেকে নেমে প্রশাসনের পরিচয় দিয়ে হাত ধরে টেনে নিয়ে ওই গাড়িতে উঠতে বলেন। উঠতে না চাইলে অপর দুইজন লোক পেছন থেকে ঠেলে নিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
ইউসুফপুর পূর্ব পাড়া এলাকার ফাঁকা মাঠের মধ্যে হাতমুখ বেধে ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের দল রাত পৌনে ৯টার দিকে রক্তাত্ত জখম অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিসয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম।
এ বিষয়ে নবিউল ইসলামের ভাই হারুন হোসেন বলেন, পরে খবর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসি। তাকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে ২৮ নম্বর ওর্য়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারবো এবং জানাতে পারবো বলে জানান তিনি।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে মুখিকভাবে শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।