৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো কাঠমান্ডু
পদ্মাটাইমস ডেস্ক : নেপালের কাঠমান্ডুর আশেপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। তবে বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও এটি অনুভূত হয়েছে।
উল্লেখ্য, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই প্লেট দুইটি প্রতি শতাব্দীতে দুই মিটার করে এগিয়ে আসছে। সেই চাপেই নেপালে ভূমিকম্প হচ্ছে।
এর আগে ২০১৫ সালে নেপালের কিছু অঞ্চলে ৭.৮ মাত্রার এক তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পে জানমালের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল দেশটিতে। মারা যান প্রায় ৮,৫০০ জন।
এর জেরে ভূমিধস ও তুষারধসও ঘটেছিল। তাতে ২২ পর্বতারোহীর মৃত্যু হয়। এর এক মাস পরে আফটারশকের জেরে অন্তত ২০০ জন মারা যান সেখানে।