পাকিস্তানের কর্মচারীদের ভোটে জিততে দেয়া হবে না : শাহরিয়ার কবির

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩; সময়: ২:৫৬ অপরাহ্ণ |
পাকিস্তানের কর্মচারীদের ভোটে জিততে দেয়া হবে না : শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক, নাটোর : পাকিস্তানের কর্মচারীদের ভোটে জিততে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির।

রোববার দুপুরে নাটোর শহরের নিচাবাজারস্থ মহাপ্রভুর মন্দির চত্বরে আয়োাজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাহরিয়ার কবির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে এই কথা বলেন।

শারদীয় সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষ্যে শান্তি ও সম্প্রীতি সমাবেশ “মুক্তিযুদ্ধের চেতনার অগ্রযাত্রা” শীষর্ক অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মূল কমিটির নাটোর সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, অধ্যক্ষ কামরুজ্জামান, মোহম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলী মুকুল, রফিকুল ইসলাম নান্টু, এ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা চিত্তরঞ্জন সাহা, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী পরিতোষ অধিকারী প্রমুখ।

শাহরিয়ার কবির সমাবেশ এলাকায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, পৌর মেয়র উমা চৌধুরী জলি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে