ভেঙে ফেলা হচ্ছে আমির খানের মুম্বাইয়ের বাসভবন!

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩; সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
ভেঙে ফেলা হচ্ছে আমির খানের মুম্বাইয়ের বাসভবন!

পদ্মাটাইমস ডেস্ক : ভেঙে ফেলা হচ্ছে বলিউড অভিনেতা আমির খানের মুম্বাইয়ের বাসভবন। অভিজাত এলাকা পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দু’টি আবাসনে তার ফ্ল্যাট রয়েছে তার।

শোনা যাচ্ছে, তার মধ্যে একটি ফ্ল্যাট ভাঙা হচ্ছে। কিন্তু কী কারণে ভাঙা হচ্ছে অভিনেতার ফ্ল্যাট? জানা গেছে, নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। সেই কারণেই নাকি ভাঙা হচ্ছে।

২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির। এই আবসন ভেঙে বাংলো করতে চান অভিনেতা। যদিও অন্য অংশীদাররা প্রথমে এতে রাজি ছিলেন না। তবে, এ বার শোনা যাচ্ছে, মারিনা আবাসন ও তার পাশের আরেকটি আবাসনকে যুক্ত করে পুনর্নির্মাণ করা হবে।

আগামী বছর থেকে শুরু হবে কাজ। মোটামুটি তিন বছর লাগবে প্রকল্পটিকে রূপ দিতে। এ দিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দু’মাস আমির থাকবেন চেন্নাইতে। যদিও অভিনেতার তরফে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে