নারীদের ১০০ আসন সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩; সময়: ১২:৪৬ অপরাহ্ণ |
নারীদের ১০০ আসন সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ১০০ আসন সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. দিলসেতারা চুনি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান সরকার, বাংলাদেশে ফেডালের সাংবাদিক  ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বিনোদপুর ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ও রাজশাহী জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সহ-সভাপতি কামরুজ্জামান, নসমতা নারী উন্নয়র সংস্থার নির্বাহী পরিচালক আকসানা খাতুন, খাজা আহম্মেদ ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হাসনা বেগম, দিলোর আলো হিজরা সংঘের সভাপতি মোহনা, আলনোমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হানিফ খন্দকার, নারী উদ্যোক্তা ফোরামের সহ-সভাপতি মহসিনা, সাধারণ সম্পাদ সাবিহা সুলতানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নে কাজ করছেন না। নারীদের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। নারীদের ক্ষমতায়নের জন্য ব্যাপক কাজ করে চলেছেন। আজকে নারীরা উদ্যোক্তা হয়ে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী নারীদের ভাগ্যের উন্নয়নে বিনাসুদে ঋণ দেওয়ার কার্যক্রম শুরু করেছে। আমরা মনে করি নারীদের আরো বেশী নেতৃত্ব বিকাশের জন্য রাজনৈতিক ক্ষমতায়ন বেশী জরুরী। প্রধানমন্ত্রী মনে করেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীর উন্নয়ন ছাড়া সম্ভব নয়। বাংলাদেশ আওয়ামী লীগের গঠন তন্ত্রে নারীদের ক্ষমতায়নে ৩০ ভাগ নারী সদস্য অন্তর্ভূক্তর কথা বলা হয়েছে। তাই নারীদের ক্ষমতায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত যে ৫০টি আসন রয়েছে তা ১০০ আসন উন্নীত করার দাবি জানানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে