লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর পাবনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবীতে চলনবিল অধ্যাষিত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করছে।
সোমবার সকালে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন চত্বরে এ কর্মসূচিতে ৩ উপজেলার ৮টি ইউনিয়নের ৪ শতাধিক মানুষ অংশ নেয়।
তখন লাহিড়ী মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: আব্দুর রশিদ তালুকদার, পলাশডাঙ্গা যুবশিবিরের বীরমুক্তিযোদ্ধা জহির উদ্দিন মির্জা, কলেজ প্রভাষক জুয়েল আহমেদ ডাক্কু, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন আলম জমিন, ব্যবসায়ী মহায় মিলন ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম, কলেজ শিক্ষার্থী বিবর্ণ রাজিব প্রমুখ বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী নিকট লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দাবি জানান।ইতিপূর্বে প্রায় ১৫ শতাধিক লোকের গণস্বাক্ষর দিয়ে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চেয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর আবেদন করেন এলাকাবাসী।
পাবনা থেকে ঢাকাগামী চালু হওয়ার অপেক্ষারত আন্তঃনগর পাবনা এক্সপ্রেস ট্রেনটি কমরেড অমূল্য লাহিড়ী ও এমপি আব্দুল লতিফ মির্জার স্মৃতি-বিজড়িত লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে যাত্রা বিরতি চেয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।