শিবগঞ্জে ৪৬ পুজা মন্ডপে অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শারদীয় দূর্গাপূজা পরিদর্শন করে ৪৬টি পূজা মন্ডপে ৯ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে ব্যক্তিগত তহবিল হতে উপজেলার পূজামন্ডপের নেতৃবৃন্দের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার, আর এ কারণেই উপজেলায় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রত্যেকে পূজা পার্বণ উৎসব পালন করে আর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে সবাই নিজ নিজ ধর্ম সুন্দরভাবে উদযাপন করতে পারছে আর আগামীতেও এই সরকার সব ধর্মের উন্নয়নে কাজ করে যাবে।
তিনি বলেন, আমাদের সবাইকে সঠিকভাবে ধর্মীয় চর্চা করতে হবে। ধর্ম যাতে সবার কল্যাণে কাজে লাগে সেভাবে সবাইকে পথ চলতে হবে। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মন্ডল, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।