গোপালগঞ্জে বাস-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩; সময়: ১০:০৮ am |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোটালিপাড়া উপজেলার বিরামেরকান্দি গ্রামের ফজল আলী শেখের ছেলে শফিক (২৫) ও একই গ্রামের শেখ মৃত মোসলেম শেখের ছেলে লায়েক (৩২)।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে খুলনা জিএস পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীতমুখী মাছভর্তি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।