রাবির ফটকে তালা দিয়ে শো-ডাউন
জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের ক্যাম্পাসে প্রবেশ রুখতে দুটি গুরুত্বপূর্ণ ফটকে তালা দিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশবিদ্যালয়ের কাজলা ও প্রধান ফটকে তালা দিয়ে তারা ক্যাম্পাসে মারমুখী অবস্থান নেয়। এর প্রায় এক ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি তালা খুলে দেয়।
এদিকে যেকোনো সময় নতুন কমিটির নেতা ও কর্মীদের নিয়ে সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিব ক্যাম্পাসে প্রবেশ করবেন বলে জানা গেছে। তারা যেকোনো সময় ক্যাম্পাসে প্রবেশ করতে পারে বলে নতুন কমিটির একাধিক নেতা জানিয়েছেন। এই অবস্থায় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বড় ধরণে সংঘর্ষের আশঙ্কা করছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। এ নিয়ে ক্যাম্পাসে বেশ উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে ১০/১২টি মোটর সাইকেল নিয়ে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি শাহীনুল ইসলাম সরকার ডন, সাবেক সদস্য সাকিবুল হাসান বাকি, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদসহ বেশ কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে শো ডাউন করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা কাজলা ও প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়। এর প্রায় এক ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি ফটক দুটির তালা খুলে দেয়।
গত রবিবার থেকে নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পদবঞ্চিতরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলে শো-ডাউন দিচ্ছেন তারা। গত রবিবার তারা মাদার বখশ হলে সাধারণ সম্পাদক গালিবের কক্ষ ভাঙচুর, সাবেক ছাত্রলীগ নেতা আরব হোসেনকে মারধর করেছেন। এছাড়া গত দুই রাতে ক্যাম্পাসে একাধিক স্থানে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ করে। এই অবস্থায় পূজার ছুটিতে ক্যাম্পাসে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে কাটাচ্ছেন। অনেকে নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়ে আশপাশের মেসগুলোতে অবস্থান নিয়েছেন।
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হককে কল করা হলে তিনি ধরেন নি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, গেটে তালা দেয়ার বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থা নিবে আমরা তার সাথে আছি।