দুর্গাপুরে কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা কৃষকলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
যুগ্ন আহ্বায়ক গোলাপ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম।
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ওয়াজেদ আলী খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক (দুখু), সহ-প্রচার সম্পাদক ইউসুফ চৌধুরী, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ (বাচ্চু), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, বাগমারা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (বাবু) ও দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন।
এ সময় পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কৃষকলীগের প্রায় ৩’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।