রাজশাহী জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ডিবি অভিযানে ফেন্সিডিলসহ ইসমাইল হোসেন বাদশা (২০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ২৩ অক্টোবর সোমবার রাত ১১ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী ভাটোপাড়া গ্রাম হতে তাকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। মঙ্গলবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর ইসমাইল হোসেন @ বাদশা (২০) গোদাগাড়ী থানার পিরিজপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী জেলার ডিবির ইন্সপেক্টর রুহুল আমিন ও এসআই মাহবুব আলমের নেতৃত্বে ডিবি পুুলিশের একটি টিম গত ২৩ অক্টোবর সোমবার রাত ১১ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী ভাটোপাড়া গ্রামস্থ শফিকুল ইসলাম এর বসতবাড়ির সামনে মাটিকাটা বাইপাস হতে প্রেমতলী যাওয়ার পাঁকা রাস্তার উপরে ৩ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মাহবুব আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ ইসমাইল হোসেন @ বাদশাকে ৩০ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
এসময় অপর দুই জন মাদক ব্যবসায়ী মো: নুরুল ইসলাম (৩৩), পিতা-মৃত: সোনারুল, সাং-পিরিজপুর লাইনপাড়া এবং মো: মিঠুন (৩৫), পিতা-মো: আনিছুর, সাং-আষাড়িয়াদহ, সর্বথানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী কৌশলে অন্ধকারে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: ইসমাইল হোসেন @ বাদশা এবং দুই পলাতক আসামি মো: নুরুল ইসলাম, মো: মিঠুনের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।