ব্রাসেলসে যাওয়ার পথে বিমানে শিশুকে আদর করেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩; সময়: ১২:৩৯ অপরাহ্ণ |
ব্রাসেলসে যাওয়ার পথে বিমানে শিশুকে আদর করেন প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানে প্রধানমন্ত্রীকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে সাংবাদিক ইয়াসিন কবির জয় তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি যাত্রীর সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন। শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে তাদের কুশল জানতে চান।

এ সময় তিনি ছোট এক শিশুকে কোলে নিয়ে আদর করেন। অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে এবং নারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।

বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করে। এসময় বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠেয় এই ফোরামে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেওয়ার ফাঁকে ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে