বিএনপির সমাবেশে আসতে কাউকে বাধা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩; সময়: ১:৫৩ অপরাহ্ণ |
বিএনপির সমাবেশে আসতে কাউকে বাধা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ২৮ অক্টোবর জামায়াতের ডাকা সমাবেশের অনুমিত দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলাম নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। তাই তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

বিএনপির মহাসমাবেশের বিষয়ে তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপি যে সমাবেশের ঘোষণা দিয়েছে তাদের অনুমতির বিষয়টি দেখবে ঢাকা মহানগর পুলিশ বিএনপি। সমাবেশে আসতে কাউকে বাধা দেওয়া হবে না। তবে নিরাপত্তার কারণে ঢাকার প্রবেশ পথে চেক পোস্ট বসানো হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, জামায়াতকে সমাবেশের কোনো অনুমতি দেওয়া হবে না। তাদের কর্মকাণ্ডের দিকে নজর রাখা হচ্ছে। বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না সে বিষয়ে কথা বলেনি ডিএমপির যুগ্ম কমিশনার।

এর পরই গণমাধ্যমে বার্তা পাঠায় জামায়াত যেখানে বলা হয়, ‘জামায়াতে ইসলামী সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে সহায়তা চেয়ে পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়।’

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশে সুশৃঙ্খলভাবে সমবেত হয়ে এক দফা দাবি কেয়ারটেকার সরকারব্যবস্থা বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে জানায়, সরকারের কোনো ধরনের উসকানি, অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতায় বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাহী পরিষদ দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে