রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরো ২ রোগীর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩; সময়: ২:৩২ অপরাহ্ণ |
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরো ২ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার জেসমিন (৫০) ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাকিবুল ইসলামের ছেলে পলাশ (২৯)। এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, তাদের দুজনের রাজশাহীর বাইরে কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা দুজনই জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।তাদের অবস্থার অবনতি হলে উন্নয়ন চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই রাতে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন তিন হাজার ৪২৯জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৫৪ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ১৯৯জন। বর্তমানে আরও ২০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে