সন্তানের পিতৃ পরিচয় ও ভরণপোষণের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩; সময়: ৩:০৩ অপরাহ্ণ |
সন্তানের পিতৃ পরিচয় ও ভরণপোষণের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : সন্তানের পিতৃ পরিচয় ,ভরণ-পোষন এবং সন্তানকে নিজের কাছে রেখে মানুষ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

বুধবার বেলা (১ টার) দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ওই নারী। ওই নারীর নাম রুম্মানা ইয়াসমিন। তার স্বামীর নাম রায়হানুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০১ সালে প্রফেসর প্রফুল্ল চন্দ্র সরকারের ছেলে পংকজ কুমার সরকারের সাথে সম্পূর্ণ মুসলিম রীতিতে বিবাহ হয়। মুসলিম রীতিতে বিবাহের পর তার স্বামীর নাম রাখা হয় রায়হানুল ইসলাম।

বিবাহের কিছু দিন পর তার শ্বশুর তাদের কলকাতায় নিয়ে যান। তাদের একটি ছেলে হয় কিন্তু ১ বছর পর তিনি তার সন্তানকে নিয়ে কলকাতা থেকে বাংলাদেশে চলে আসেন। কারন তার শ্বশুর আর স্বামী তার কাছ থেকে তার বাচ্চা কেড়ে নিতে চাইছিল।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সন্তানের কথা ভেবে সব ভুলে ৪ বছর পর তার বাচ্চাকে নিয়ে পুনরায় ভারত যান। কিন্তু তার স্বামী এবং শ্বশুর তার প্রতি নিষ্ঠুর আচরণ করে তাকে এবং তার সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। ২০১৩ সালের ২৬ নভেম্বর তার শ্বশুর প্রফুল্ল চন্দ্র সরকার তার ছেলের পক্ষ নিয়ে তার কাছে আসেন এবং তার কাছ থেকে ডিভোর্স সাইন করিয়ে কিছু দিনমোহর দেয় কিন্তু সন্তানের কোন ভরণ-পোষন দেয়নি।

রুম্মানা ইয়াসমিন তার সন্তানের পিতৃ পরিচয়, ভরণ-পোষন এবং সন্তানকে নিজের কাছে রেখে মানুষ করার দাবি জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে