শত্রুদের মোকাবিলায় রাশিয়ার পারমাণবিক মহড়া

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ১২:১৩ অপরাহ্ণ |
শত্রুদের মোকাবিলায় রাশিয়ার পারমাণবিক মহড়া

পদ্মাটাইমস ডেস্ক : এবার পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। নিজেদের সক্ষমতার জানান দিতে ও শত্রুদের মোকাবিলায় এ মহড়া চালিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ক্রেমলিনের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগু জানান, শত্রুদের পারমাণবিক হামলার মোকাবিলা করতে সেনাবাহিনী এ ধরনের মহড়া চালিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ মহড়ায় অংশ নিতে দেখা গেছে।

সম্প্রতি রাশিয়ার পার্লামেন্ট মস্কোর বৈশ্বিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সমর্থন জানায়। চুক্তিতে পারমাণবিক অস্ত্রের সকল প্রকার পরীক্ষা নিষিদ্ধ করা হয়। এরপরই আবার এমন মহড়া চালাল রাশিয়া।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিয়মিত এ ধরনের মহড়া চালিয়ে থাকে। এর মধ্যে ঐতিহ্যগতভাবে অক্টোবরের শেষে এ ধরনের মহড়া চালায় মস্কো । ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ মহড়া চালানো হয়েছে।

এর মধ্যে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার পরীক্ষাগার থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অপরটি বারেন্টস সাগরে পরামাণুবাহী সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ মহড়ার ভিডিও প্রকাশ করেছে।

ক্রেমলিন আরও জানিয়েছে, সামরিক নেতৃত্বের প্রস্তুতি এবং এ ধরনের অস্ত্র চালনায় পারমাণবিক বাহিনীর ক্ষমতা যাচাই করাও পরীক্ষার অন্যতম একটি লক্ষ্য ছিল। সামরিক বাহিনী তাদের কাজগুলো যথাযথভাবে করেছে।

এর আগে গত বছরের ২২ অক্টোবর এ বার্ষিক মহড়া চালায় রাশিয়া। ওই মহড়ায় দূর প্রাচ্য এবং আর্কটিক অঞ্চলে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ওই সময়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষের পরমাণু হামলার বিরুদ্ধে যেন পাল্টা ব্যাপক পরমাণু হামলা চালানো যায়, সে জন্য সামরিক কমান্ডকে অনুশীলনের মাধ্যমে প্রস্তুত রাখা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে