জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি ইসরায়েলের

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ১২:২৫ অপরাহ্ণ |
জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি ইসরায়েলের

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে মন্তব্যের জেরে এবার জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ চাইলেন সংস্থাটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান।

ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি রক্তের অপমান করেছেন। নির্যাতিতদের দোষী সাব্যস্ত করেছেন।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় ফিলিস্তিনি জনগণের ক্ষোভকে সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, চলমান যুদ্ধে ইসরায়েল স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করছে।

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে সংস্থাটির মহাসচিব জানান, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তা ‘শূন্য থেকে’ হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে দখলদারিত্বের শিকার হয়েছেন।

তারা তাদের ভূখণ্ডকে সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন। তাদের অর্থনীতি থমকে গেছে। তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।

এরপরই জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, জাতিসংঘ ব্যর্থ হয়েছে। আপনি মহাসচিব হিসেবে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আপনি যখন বলেন হামাসের হামলা কোনো কারণ ছাড়া ঘটেনি, তখন আপনি সন্ত্রাসীদের সমর্থন করছেন।

এর মাধ্যমে আপনি নির্যাতিতদের দোষ দিচ্ছেন, ইসরায়েলকে দোষ দিচ্ছেন। আমি মনে করি মহাসচিবকে অবিলম্বে পদত্যাগ করা উচিত অথবা এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে