শাখতারকে হারিয়ে বার্সেলোনার তিনে ‘তিন’

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ১:০৭ অপরাহ্ণ |
খবর > খেলা
শাখতারকে হারিয়ে বার্সেলোনার তিনে ‘তিন’

পদ্মাটাইমস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল) জয়রথ অব্যাহত রেখেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইউক্রেনের ফুটবল ক্লাব শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জয় পেয়েছে কাতালান ক্লাবটি।

বুধবার (২৫ অক্টোবর) এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে সফরকারী শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারায় বার্সেলোনা। বার্সার হয়ে গোল দুটি করেন ফেরান তোরেস ও ফেরমিন লোপেজ। শাখতারের হয়ে একটি গোল পরিশোধ করেন জর্জি সুদাকভ।

চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে নতুন স্টেডিয়ামে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে আতিথ্য দেয় বার্সেলোনা। প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় জাভির দল। ম্যাচের ২৮ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দেন ফেরান তোরেস।

৩৬ মিনিটে আবারও এগিয়ে যায় কাতালান ক্লাবটি। তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ দলের স্কোর ২-০ করেন। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় শাখতার দোনেৎস্ক। এরই ধারাবাহিকতায় ৬২ মিনিটে গোল কনের স্ট্রাইকার জর্জি সুদাকভ।

কিন্তু বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা। ইনজুরিতে থাকায় বার্সার স্কোয়াডে ছিলেন না রবার্ট লেভানদোভস্কি ও ডি ইয়ং। তিন ম্যাচে তিন জয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে শাখতার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে