ঈশ্বরদীতে প্রিমিয়ার ব্যাংকের দুই যুগ পূর্তি উদযাপন

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ১:৪৫ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে প্রিমিয়ার ব্যাংকের দুই যুগ পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী :  পাবনার ঈশ্বরদীতে সমৃদ্ধির পথে সফলতার সঙ্গে এগিয়ে চলার দুই যুগ পূর্তি উদযাপন করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার দুপুরে শহরের ষ্টেশন রোড ঈশ্বরদী শাখায় কেক কেটে ২৪ বছর উদযাপন উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপক (ম্যানেজার) আহম্মেদ আলি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, ব্যাংকের সিনিয়র অফিসার আলতাফ হোসেন, তরিকুল ইসলাম, ভরত কুমার সাহা, জুনিয়র কর্মকর্তা মামুনুর রশিদ, মোঃ রাশেল, রফিকুল হক, তোয়ায়েল বারী ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজ প্রমুখ।

এ সময় আহম্মেদ আলি জানান, প্রিমিয়ার ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে অনুকরণীয়। ব্যাংকটিকে দেশের অন্যান্য ব্যাংকও অনুসরণ করে। এটি প্রিমিয়ার ব্যাংকের গর্ব।

তিনি আরও বলেন, ‘শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে