মেয়ের বিয়ে আগামী বছর, এখনই থেকেই প্রস্তুতি আমিরের

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ২:৪০ অপরাহ্ণ |
খবর > বিনোদন
মেয়ের বিয়ে আগামী বছর, এখনই থেকেই প্রস্তুতি আমিরের

পদ্মাটাইমস ডেস্ক : বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। বিয়ের জোগাড়যন্ত্র করতে কোমর বেঁধে নেমেছেন খোদ আমির। যদিও আজ-কালের মধ্যেই বিয়ে নয়, সেটি হবে আগামী বছরের জানুয়ারিতে।

তার আগেই বেশ তোড়জোড় দেখা যাচ্ছে অভিনেতার মধ্যে। কেননা, মেয়ের বিয়ের সবকিছু তদারকি করতে চাইছেন আমির নিজই। যদিও মেয়ের বিয়েতে কান্নায় ভাসবেন আমির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব’। ভারতের রাজস্থানের উদয়পুরে ২০২৪ সালের ৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন আমিরকন্যা ইরা। এর আগে আগে হবে আইনি বিয়ে।

১৩ জানুয়ারি মুম্বাইয়ে হবে রিসিপশন অনুষ্ঠান। জানুয়ারির ৮-১০ তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান। অতিথি হিসেবে থাকবেন শুধু বর ও কনের পরিবার এবং খুব কাছের বন্ধুরা।

ইরার হবু স্বামার বিষয়ে আমির খান বলেন, ‘আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই।

ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে