প্রধানমন্ত্রীর ফ্লাইটের যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত ফারিণ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ৩:৩৮ অপরাহ্ণ |
খবর > বিনোদন
প্রধানমন্ত্রীর ফ্লাইটের যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত ফারিণ

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানে যাত্রী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

ওই একই ফ্লাইটে ছিলেন এই অভিনেত্রী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ফারিণ নিজেই। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করে তিনি লিখেছেন, ‌‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি মহিলাদের একজন।’

ক্যাপশনে ফারিণ আরও উল্লেখ করেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফারিণ অবশ্য তার গন্তব্যের বিষয়ে বিস্তারিত জানাননি। তবে বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। যেখানে জানিয়েছেন তাদের প্রতিও মুগ্ধতার কথা।

ফারিণ লিখেছেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারো আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে