বাগমারায় বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী আটক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ৫:৩৮ অপরাহ্ণ |
বাগমারায় বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাতভর অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাড়ি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। তবে পুলিশের দাবি, মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাদেরকে আটক করা হয়েছে।

বিএনপি’র নেতা অধ্যাপক কামাল হোসেন জানান, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে না পারে সেই জন্য বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে তিনি দাবী করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গণিপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা বকুল, জামায়াতের হামিরকুৎসা ইউনিয়নের নেতা আব্দুর রশিদ, একই ইউনিয়নের তালঘরিয়া গ্রামের মোহাম্মদ আলী ও আবু বক্কর সিদ্দিক, চাপাকুড়ি গ্রামের জামায়াত নেতা প্রভাষক নজরুল ইসলাম, হেলাল উদ্দিনসহ মোট ১০ জন।

উপজেলা বিএনপি’র নেতা অধ্যাপক কামাল হোসেনের দাবী ঢাকায় ২৮ অক্টোবর বিরোধী জোটের মহাসমাবেশে উপস্থিতি ঠেকাতে পুলিশ রাতভর বিএনপি’র নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে আটক করেছে। আটক করা নেতা-কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা থাকায় ১০ জনে আটক করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে