দুর্ঘটনার কবলে অভিনেতা ইন্দ্রজিৎ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩; সময়: ১০:৫২ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
দুর্ঘটনার কবলে অভিনেতা ইন্দ্রজিৎ

পদ্মাটাইমস ডেস্ক : দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। এই মুহূর্তে ‘সাথী’ সিরিয়ালে ওম চরিত্রে অভিনয় করছেন তিনি। আচমকা কী ঘটল?

দুর্গাপূজার নবমী পর্যন্ত নির্বিঘ্নেই কেটেছে অভিনেতার। কিন্তু দশমীর দিন ঘটল অঘটন। পায়ের ওপর দিয়ে চলে গেছে গাড়ি। যদিও বড়সড় কোনো চোট পাননি অভিনেতা। তবে পায়ে ব্যথা রয়েছে। সেই যন্ত্রণা নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন।

ঠিক কী ঘটেছে? ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি বাইক চালাতে ভালোবাসি। নিজের বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলাম। আচমকা পেছন থেকে একটা গাড়ি পায়ের ওপর দিয়ে চলে যায়। কিন্তু ভগবানের কৃপায় গুরুতর কিছু হয়নি। আমি ঠিক আছি।

দুর্গাপূজার জন্য চার দিন শুটিং বন্ধ ছিল। একাদশী থেকে সিরিয়াল পাড়ায় আবার শুরু হয়ে গেছে শুটিং। ফলে প্রতি দিন কাজেও আসছেন এ অবস্থায়। ইন্দ্রজিৎ বলেন, আসলে আমাদের তেমনভাবে ব্যাংকিং নেই।

সুতরাং ছুটি নেওয়ার উপায় নেই। পা তো ভাঙেনি। লিগামেন্টের সমস্যা হয়েছে। ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে রেখেছি। ব্যথার ওষুধ খাচ্ছি। পায়ের ফোলা কমলে এমআরআই করতে বলেছেন চিকিৎসক।

‘রাশি’ সিরিয়ালের মাধ্যমে দর্শকের নজরে আসেন ইন্দ্রজিৎ। তার পর একের পর এক সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাকে। ছোট পর্দার পাশাপাশি তিনি বড় পর্দার কাজেও মন দিয়েছেন। ‘চালচিত্র’ সিনেমায় তাকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখবেন দর্শকরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে