রাজশাহীতে গাছ কাটার ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩; সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ |
রাজশাহীতে গাছ কাটার ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে বিভিন্ন প্রজাতির ১২৫টি গাছ কেটে ফেলার ঘটনায় নাইম ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর হলদাপাড়া এলাকা থেকে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার সময় কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নাইম ইসলাম নগরীর হলদারপাড়া এলাকার নসিম উদ্দিনের ছেলে। গাছ কাটার ঘটনা তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনায় বুধবার (২৫ অক্টোবর) একটি মামলাও হয়েছে কাশিয়াডাঙ্গা থানায়। এদিন সকাল ১০টার দিকে নগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়কে বিভাজক হিসেবে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ১২৫টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এ সময় আরও অন্তত ৫০টি গাছ তুলে নিয়ে যায় তারা। কেটে ফেলা গাছগুলোর মধ্যে ৩৯টি কবরী, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুল ও ২৫টি মুসান্দা গাছ রয়েছে।

পরে আরএমপির রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃপক্ষ। সেটি মামলা হিসেবে রুজু হয়। এছাড়া বুধবার (২৫ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামাম লিটন।

আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এলাকায় তারা আড্ডা দিচ্ছিল, সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে