শীর্ষে আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলের

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩; সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ |
খবর > খেলা
শীর্ষে আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলের

পদ্মাটাইমস ডেস্ক : আগে থেকেই র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। এবার সেই স্থান আরো খানিকটা পাকা-পোক্ত করলো আলবিসেলেস্তেরা। ফিফার সর্বশেষ হাল নাগাতকৃত র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট আরো বাড়িয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে ব্রাজিলের। রেটিং পয়েন্ট কমে তিনে অবস্থান করছে ব্রাজিল। দুইয়ে যথারীতি ফ্রান্স। নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে ওঠে এসেছে পর্তুগাল। দুই ধাপ এগিয়ে আট নম্বরে ওঠে এসেছে স্পেন।

এদিকে সুখবর এসেছে দেশের ফুটবলেও। মালদ্বীপের সঙ্গে ফিফা বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। এবার সেটারই প্রভাব পড়েছে তাদের র‍্যাংকিংয়ে।

র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের-

সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। সবশেষ প্রকাশিত তালিকায় ৬ ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে জামালদের র‍্যাঙ্কিং ছিল ১৮৯।

দুই লেগের সেই রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে জায়গা করে নেয় বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ২য় রাউন্ডে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন। আর এর মাধ্যমে পরের তিন বছরের ব্যস্ত সূচি নিশ্চিত করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে