সেনাঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের ২১ সেনা আহত
পদ্মাটাইমস ডেস্ক : গত কয়েক দিনে সিরিয়া ও ইরাকের বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত ২১ মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পেন্টাগন জানিয়েছে, গত কয়েক দিনে চালানো এসব হামলায় আহতদের অবস্থা গুরুতর নয়। তবে এ সময়ে আতঙ্কে এক মার্কিন সেনা মারা গেছেন। হামলার আঘাত থেকে রক্ষা পেতে নিরাপদে সরে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত তিন সপ্তাহে অন্তত ১২ বার ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে।
আমেরিকান কর্মকর্তারা এ অঞ্চলে সব হামলার পেছনে ইরানি প্রক্সি গ্রুপকে দায়ী করছেন। তাদের দাবি, লেবাননের হিজবুল্লাহ ও হামসকে অস্ত্র এবং অর্থ সহায়তা করছে ইরান।
সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সেনাঘাঁটিতে সৈন্যের সংখ্যা বাড়িয়েছে। এর মধ্যে সিরিয়ায় ৯০০ ও ইরাকের ঘাঁটিতে ২৫০০ সেনা রয়েছে। এ ছাড়া এসব ঘাঁটিতে আরও ৯০০ সেনা পাঠাচ্ছে দেশটি।
এদিকে মার্কিন এসব সেনাঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমিনির কাছে বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এ বার্তায় তিনি মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে মার্কিনিদের লক্ষ্য করে হামলার ব্যাপারে সতর্ক করেন।