অভিনেতা তারেক মাহমুদ মারা গেছেন

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩; সময়: ১:১৯ অপরাহ্ণ |
খবর > বিনোদন
অভিনেতা তারেক মাহমুদ মারা গেছেন

পদ্মাটাইমস ডেস্ক : অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ আর নেই। ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। রওনক হাসান বলেন, ‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক মাহমুদকে নিয়ে লিখেছেন বেশ কয়েকজন তরকা। অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না’।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে