প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন কাল

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩; সময়: ১:৫২ অপরাহ্ণ |
খবর > জাতীয় / লিড
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন কাল

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এখন সম্পূর্ণ প্রস্তুত। শনিবার বেলা ১১টায় এ টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর টানেল পাড়ি দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারায় যাবেন প্রধানমন্ত্রী। এরপর কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর জনসভা ও বঙ্গবন্ধু টানেলকে কেন্দ্র করে চট্টগ্রাম সেজেছে নতুন রূপে।

জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি। আনোয়ারার কেইপিজেড মাঠকে ঘিরে বর্ণিল তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম।

নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চলছে ডিজিটাল প্রচারণা। দলীয় প্রধানের জনসভায় নিজেদের পক্ষে শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

এদিকে বঙ্গবন্ধু টানেলকে ঘিরে উৎসবের আমেজ কর্ণফুলীর দুই প্রান্তে। সেখানে দুই দিনের উৎসব চলছে। গত কয়েকদিন সন্ধ্যায় পতেঙ্গা প্রান্তে কনসার্ট অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা প্রান্ত এবং আনোয়ারা প্রান্তের সড়ক ও সড়কদ্বীপ সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাতে বর্ণিল আলোয় ঝলমল করছে কর্ণফুলীর দুই পাড়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে