হরতালে সীমিত পরিসরে রাজশাহীতে চলছে যানবাহন
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩; সময়: ৩:০০ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : বিএনপি জামায়তের ডাকা হরতালে তেমন পড়তে দেখা যায়নি রাজশাহীতে।
সকাল থেকে রাজশাহী -ঢাকা বাসস্ট্যান্ড থেকে সীমিত পরিসরে আন্ত: জেলা বাস চলাচল করতে দেখা গেছে।
মহানগরীর রেলগেট কামারুজ্জামান চত্ত্বর, সিরোইল বাসটার্মিনাল, ভদ্রাসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে সকাল থেকেই নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ রুটে বাস চলাচল করছে। তবে এসব বাসে যাত্রীদেরে সংখ্যা ছিলো সীমিত।
তবে অধিকাংশ যাত্রীদের দেখা গেছে অটো, সিএনজিতে করে তাদের আপন আপন গন্তব্যে যেতে। এসব যানবাহনেই বেশী ভীড় দেখা গেছে।
হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনা অবস্থান নিয়েছেন। সেই সাথে পুলিশের গাড়ী টহলরত অবস্থায় আছে।