পুঠিয়ায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল পালিত, যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩; সময়: ৭:০০ অপরাহ্ণ |
পুঠিয়ায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল পালিত, যুবলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে, আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আজ রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিলো বিএনপি ও জামায়াত।

তারই অংশ হিসেবে আজ ২৯ অক্টোবর সারাদিন সারাদেশের ন্যায় পুঠিয়ায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে। ছোট ছোট কিছু গাড়ী ছাড়া কোন ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

এদিকে বিকালে বানেশ্বরে সারাদেশে অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ নেতা ওবায়দুল রহমানের নেতৃত্বে।

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ছাড়া ছোটখাট সব ধরনের পরিবহন চলাচল করতে দেখা গেছে। ব্যবসায়ীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকল দোকানপাট খুলতে দেখা গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে