গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চাকরিচ্যুত ব্রিটিশ এমপি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩; সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ |
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চাকরিচ্যুত ব্রিটিশ এমপি

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানোয় সরকারদলীয় এক এমপিকে চাকরিচ্যুত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) ওই এমপিকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

চাকরিচ্যুত ক্ষমতাসীন কনজারভেটিভ এমপি পল ব্রিস্টো ব্রিটিশ সরকারের প্রযুক্তিমন্ত্রী মিশেল ডোনেলানের সংসদীয় প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত সপ্তাহে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিঠি দিয়েছিলেন পল ব্রিস্টো।এ ছাড়া হামাসের কারণে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তি দিচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি।

মানবিক কারণে গাজার যুদ্ধে সাময়িক বিরতি দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত সেখানে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানায়নি ব্রিটিশ সরকার। যদিও গাজায় ইসরায়েলি হামলায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে।

সোমবার বিকেলে ঋষি সুনাকের এক মুখপাত্র বলেছেন, পল ব্রিস্টোর অবস্থান সম্মিলিত দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।এ জন্য তাকে সরকারি পদ ছেড়ে দিতে বলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে