আত্মরক্ষায় যানবাহনে লাঠি রাখার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩; সময়: ১১:১৩ অপরাহ্ণ |
আত্মরক্ষায় যানবাহনে লাঠি রাখার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির ডাকা অবরোধে যানবাহন ও মোটর শ্রমিক হতাহত বা ক্ষতিগ্রস্ত হলে সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে তিনি বলেছেন, অবরোধে আত্মরক্ষায় প্রতিটি যানবাহন শ্রমিক সঙ্গে লাঠি রাখতে পারেন।

শুক্রবার রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ‘শ্রমিক মালিক সমন্বয় পরিষদ’ আয়োজিত শ্রমিক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের জনগণ সহিংস আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিলেও বিএনপি-জায়ামাত আবারও অবোরধ দিয়েছে। এই অবরোধে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি উত্তপ্ত করে জানমালের ক্ষতি করছে।

তিনি বলেন, আইন বলে, কেউ যদি আপনাকে মারতে চায় তার প্রতিহত করতে পারেন; সম্পদ রক্ষার্থে, জীবন-মান রক্ষার্থে। কাজেই আপনি প্রতিবাদ করতে পারবেন এবং তার উপরও আঘাত করতে পারবেন। সাহস করে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আপনারা নির্বিঘ্নে-নির্ভয়ে গাড়ি চালান। সরকার আপনাদের পাশে আছে। আমি যেটা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাই বলে আমাকে পাঠিয়েছেন।

হাইওয়ে পুলিশকে আরও সক্রিয়া করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের র‌্যাব, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ; সবাই সজাগ থাকবে, যাতে করে পরিবহন জগতে আপনারা কোনও অসুবিধা ফেস না করেন। আমরা সেই ব্যবস্থাটি করছি। নিরাপত্তা জোরদার করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি।

পরিবহন শ্রমিক মালিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আপনাদের পাশে রয়েছে। আমরা মনে করি এই জঙ্গি-সন্ত্রাসীদের দিন শেষ হয়ে গিয়েছে। আপনারা ঘুরে দাঁড়ালেই এরা বাংলাদেশ এ ধরনের আর কোনো ঘটনা ঘটাতে পারবে না। আমরা চাই একটি শান্তির দেশ সুন্দর পরিবেশ। আলোকময় দেশটির যাত্রা অব্যাহত থাকবে।

বাস-ট্রাক মালিক সমিতির নেতারা বলেন, অবরোধে নিয়মিত বাস থেকে সীমিত পরিসরে যানবাহন চলাচল করবে। কোন যানবাহন ক্ষতিগ্রস্ত হলে সমিতির মাধ্যমে সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে। এছাড়া বিএনপির ডাকা অবরোধে মোটরশ্রমিক হতাহত হলেও সেই দায়িত্ব সরকার নেবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে